অদ্ভুতুড়ে সাজে মেক্সিকো
প্রকাশিত হয়েছেঃ 05:26 AM, 26 November 2018
-
ফুলের বাগানের সামনে এক ‘ক্যাটরিনা’।
-
শুধু মুখ নয়, অনেকে পুরো শরীর রং করিয়েছেন।
-
সপরিবার ক্যাটরিনার সাজে। চলছে সেলফি তোলা।
-
মেক্সিকোতে ‘ক্যাটরিনা’ এখন এক কিংবদন্তি।
-
ক্যাটরিনার আরেক নাম ‘দ্য এলিগেন্ট ডেথ’।
-
প্যারেড থেকে রঙিন ধোঁয়া ছাড়া হয়।
-
মেক্সিকোর অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্রের নাম ক্যাটরিনা। ১৯১০-১৩ সালের কোনো এক সময়ে ছাপচিত্র হিসেবে চরিত্রটির আবির্ভাব। তারপর থেকে এটি সারা দুনিয়ায় জনপ্রিয়তা পেতে শুরু করে। নারী কঙ্কালের আদলে সৃষ্ট চরিত্রকে কেন্দ্র করে এখন মেক্সিকো সিটিতে উদ্যাপিত হয় ক্যাটরিনাস প্যারেড। সেই প্যারেডে ক্যাটরিনা সেজে এসেছেন একজন।
-
ক্যাটরিনার সাজে বর-কনে।
-
শহরের সড়কে ক্যাটরিনা সাজে তরুণ-তরুণীরা।
-
শুধু ইউরোপ নয়, লাতিন আমেরিকান চিত্রশিল্পীদেরও এ চরিত্রটি ব্যাপক প্রভাবিত করে।