শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ছয় বিস্ফোরণে নিহত ২৯০
শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৭০০জনের মতো আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গীর্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের একটি গীর্জায় এ হামলার ঘটনা ঘটে।
রোববার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। আর এদিনই পৃথক দুই জায়গায় এ হামলা চালানো হয়েছে।
হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গীর্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গীর্জায় বোমা হামলঅ হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।
বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় কমপক্ষে ৮০জন আহত হয়েছেন। যাদের কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলম্বো ন্যাশনাল হসপিটালের এককর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।
তবে আহতের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়।