ভারতকে সবচেয়ে ‘বড়’ হারের লজ্জা দিল নিউজিল্যান্ড
ট্রেন্ট বোল্ট ৫ উইকেট নেন ২১ রানে (ছবি : আইসিসি টুইটার)
প্রথম তিনটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে আগেই পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। হ্যামিল্টনের চতুর্থ ওয়ানডেতে তাই বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি আর মোহাম্মদ শামিও। আর তাদের অনুপস্থিতিতে ভারতকে একেবারে কাঁদিয়ে ছেড়েছে স্বাগতিক কিউইরা!
বৃহস্পতিবার এক হিসাবে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে ‘বড়’ হারের লজ্জা পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। মাত্র ৯৩ রানের লক্ষ্য তাড়া করে কেন উইলিয়ামসনরা যখন ৮ উইকেটের জয় তুলে নেন, তখন তাদের ইনিংসের ২১২টি বল বাকি! এর আগে ২০১০ সালে শ্রীলঙ্কা ডাম্বুলায় ঘরের মাঠে ২০৯ বল হাতে রেখে হারিয়েছিল ভারতকে।
এ দিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের গতি আর সুইংয়ের তোপে নিজেদের সপ্তম সর্বনিম্ন ওয়ানডে স্কোরে গুটিয়ে যায় ভারত। মাত্র ৯২ রানে! ভারতের ইনিংসের ৩০.৫ ওভারের ১০টি একাই করেন বাঁহাতি বোল্ট। ২টি মেডেনসহ ৫ উইকেট নেন ২১ রানে। সীমিত ওভারের ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেটের স্বাদ নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৬ রানে ৩ উইকেট পান অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।
৫৫ রানে ৮ উইকেট হারানো ভারত ইনিংস সর্বোচ্চ ২৫ রানের জুটি পায় নবম উইকেটে। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রানে অপরাজিত থাকেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল তিন ব্যাটসম্যান। ওপেনার শিখর ধাওয়ান ১৩, হার্দিক পান্ডিয়া ১৬ ও কুলদীপ যাদব ১৫ রান করেন।
জবাবে ১৪.৪ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৪২ বলে ৩০ ও রস টেইলর ২৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। দলীয় ৩৯ রানে ২ উইকেটের পতন হওয়ার পর তারা গড়েন ৫৪ রানের অবিছিন্ন জুটি। ২টি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার।
লজ্জার হারের পরও পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারত। সিরিজের শেষ ওয়ানডে আগামী রবিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। খেলাধুলা বিষয়ে যেকোন তথ্য, প্রতিবেদন, প্রশিক্ষণ, টিপস, আপনার প্রতিষ্ঠানের খেলা সংক্রান্ত অলোচনা নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।