বরফে ঢাকা কাশ্মীর
-
পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান গুলমার্গ এখন বরফে ঢাকা। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় সেখানকার অনেক জলাশয় এখন বরফে স্থির হয়ে আছে। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে।
-
শ্রীনগরের ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে গাছের পাতার ওপর ঝরে পড়া তুষার গলে নিচে পড়তে পড়তে একসময় গাছের পুরো ডালপালাই বরফে জমে যায়।
-
কাশ্মীরের ডাল লেকের তীরে তুষারমানব ও মানবী তৈরি করেছে কেউ। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সত্যিকারের মতো দেখতে ‘কাংরি’। ‘কাংরি’ কাশ্মীরের ঐতিহ্যবাহী আগুন পোহানোর পাত্র।
-
ডাল লেকে শিকারায় উঠতে গেলে নৌকায় করে গিয়ে এসব ছোট ছোট সেতু পেরোতে হয়। এসব সেতুতেও তুষার পড়তে শুরু করেছে।
-
শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কোকেরনাগে প্রচণ্ড ঠান্ডায় জমে গেছে সব জলের ধারা। এমনকি খাওয়ার পানির লাইনগুলোও জমে গেছে।
-
শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার উত্তরে পাহাড়ি পথ পাড়ি দিয়ে গুলমার্গ। গ্রীষ্মকালে এখানে পর্যটকদের ভিড় থাকলেও এখন কম। তারপরও যারা যাচ্ছেন, তারা বেশ উপভোগই করছেন।
-
ডাল লেকের জমাট পানিতে আটকে গেছে শিকারা। তাই ছোট নৌকায় করে পানির বরফ ভাঙছেন এক ব্যক্তি।
-
কুয়াশা ঢাকা সকালে কাশ্মীরের ঝিলম নদী।
-
প্রচণ্ড ঠান্ডায় কাশ্মীরের ডাল লেকের পানি এখন জমাট বাঁধতে শুরু করেছে। তার মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।