বন্যা ঠেকাতে সুড়ঙ্গ বানাল জাপান
Construction Of The Furukawa Reservoir As Tokyo Takes Flood Control Underground
যুদ্ধে বাঁচার জন্য নয়, বন্যার কবল থেকে বাঁচতে ৬.৩ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ করেছে জাপান। টোকিওতে সুড়ঙ্গটির ভিত্তি গড়ে তোলা হয়েছে প্রায় ৫০০ টন ওজনের ভারি পিলারের সাহায্যে। সিঙ্গাপুরের লি কুয়ান স্কুল অব পাবলিক পলিসির গবেষক সিসিলিয়া তর্তাজাদার আশা, টোকিও শহরের বন্যা সমস্যার সমাধান করতে অনেকটাই সাহায্য করবে এই টানেল।
টানেলটি নির্মাণে করতে খরচ হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। সময় লেগেছে প্রায় ১৩ বছর। এই সুড়ঙ্গে বন্যার পানি ধরে রাখতে বিশালাকার ৫টি ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও রয়েছে ১৩ হাজার পাওয়ার মোটর। সাইক্লোন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জাপানে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। সম্প্রতি বেড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব।