১৪৭ আসনসহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরশাদ
এরশাদের বাসায় নায়ক ফারুক
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফারুককে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়ান।
এ সময় তিনি মহাজোটের সঙ্গে জোটবদ্ধ ভাবে পাওয়া ২৯ টি আসন ছাড়া বাকি ১৪৬ টি আসন থেকেও জাপার প্রার্থীদের সরে যাওয়ার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে দেখা করতে যান ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠন ফারুক। এ সময় এরশাদ ফারুককে জড়িয়ে ধরেন। একই সঙ্গে এ আসনে ফারুককে সমর্থন দিয়ে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এরশাদ বলেন, ‘১৪৬টি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন। মহাজোট যে সিদ্ধান্ত নেবে, প্রার্থীদের তা মেনে নেওয়ার কথাও বলেন তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, নির্বাচনের আয়োজন সন্তোষজনক।
বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ফারুক বারিধারার প্রেসিডেন্ট পার্কে যান।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন সক্রিয় অনলাইন প্রতিনিধি। আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অপরাধ, সংবাদ নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।