সাপকে জড়িয়ে রেখে সময় কাটছে ৭ বছরের কিশোরের

  প্রকাশিত হয়েছেঃ  03:07 AM, 02 December 2018

মাত্র তিন বছর বয়স থেকে দেবেশের সাপ নিয়ে খেলা শুরু।একদিন সকালে ঘুম থেকে উঠে দেবেশ তার মাকে জানায়, সে স্বপ্নে দেখেছে তার গায়ের ওপর সাপ খেলা করছে। ছেলের কথা শুনে মা হেসেই বাঁচেন না। কিন্তু কী কাণ্ড, দেবেশের সেই স্বপ্নই সত্যি হয়ে যায়। পরদিন সকালে দেবেশ নিকটবর্তী জঙ্গল থেকে দুটি বিষধর সাপ নিয়ে বাড়িতে হাজির হয়। চমকে যায় বাড়ির সবাই! একটা কোনো রূপকথার গল্প নয়। বাস্তব ঘটনা। দেবেশ আদিবাসীর কথা, ভারতের মধ্য প্রদেশের সাত বছর বয়সী এই বালকের খেলার সঙ্গী জঙ্গলের বিষাক্ত সাপ। যা রূপকথার গল্পকে হার মানায়। দেবেশ সাপগুলো নিয়ে যখন বাড়ি হাজির হয়, সবার চোখ রীতিমতো কপালে উঠে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সাপগুলো দেবেশের সঙ্গে সারা শরীরের পরম মমতায় জড়িয়ে রয়েছে। সাপ তো দূরে কথা অনেকে তেলাপোকা দেখলে ভয়ে আঁতকে উঠে। আর সাপকে জড়িয়ে দিনরাত কাটে ৭ বছরের কিশোরের। এমন ঘটনা সত্যি অবিশ্বাস্য মনে হতে পারে অনেকের কাছে। এক সাক্ষাৎকারে দেবেশের বাবা রঘুনাথ বলেন, ছেলেকে অনেকবার বারণ করেছেন তিনি। কিন্তু কে শোনে কার কথা। কিছুদিন পরপর সে কয়েকটি সাপ নিয়ে হাজির হয়। বর্তমানে তার কাছে ১৫টি সাপ আছে। কেইটার নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রদেশ জেলা হাসপাতালের সার্জন এমপিএন খের বলেন, ঘটনাটি সত্যি অবাক করার মতো। প্রাণীগুলো অবশ্য তাকে কামড়াচ্ছে না। তবে এটা তার মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :