সবচেয়ে কম খরচে ১০টি গন্তব্যে ভ্রমণের তালিকা

  প্রকাশিত হয়েছেঃ  05:20 PM, 21 November 2018

২০১৯ সালে সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে চান, সেরকম শীর্ষ ১০টি গন্তব্যের তালিকা তৈরি করেছে লোনলি প্ল্যানেট ডটকম৷ এই তালিকায় সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ৷

সাউদার্ন নিল ভ্যালি, মিসর

বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড বই প্রকাশক লোনলি প্ল্যানেট৷ তাদের উদ্দেশ্যই হলো সস্তায় বিশ্ব ভ্রমণের বিভিন্ন টিপস দেয়া৷ মিসরের সাউদার্ন নিল ভ্যালিতে গেলে বিশ্বে অনেক পুরোনো ইতিহাস আপনার সামনে উন্মোচিত হবে৷

ওজ, পোল্যান্ড

এটি পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর৷ শহরটির খুব দ্রুত পরিবর্তন ঘটছে৷ বিভিন্ন শিল্প এলাকায় সংস্কারের পাশাপাশি নানা স্থাপত্য প্রকল্প নেয়া হয়েছে এই শহরে৷ আছে পুরোনো কল-কারখানা, আর বাকি স্থান সাংস্কৃতিক কর্মকাণ্ড, কেনা-কাটা এবং বিনোদনের স্থান হিসেবে পরিবর্তিত হচ্ছে৷

গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্র

যদিও এটি লোকালয় থেকে বহু দূরে, তবু আজ আর এর অস্তিত্ব গোপন নেই৷ প্রতি বছর এখন সেখানে ভ্রমণ করতে যান ১ কোটি পর্যটক৷ এই পার্কের কোনো প্রবেশমূল্য নেই

মালদ্বীপ

মালদ্বীপের অনেক দ্বীপে থাকা-খাওয়া বেশ সস্তা৷ বিশেষ করে যেসব দ্বীপে কম রিসোর্ট রয়েছে, যেখানে মূলত স্থানীয়রা তাদের গেস্টহাউজ ভাড়া দেন এবং আপনি থাকতে পারেন মালদ্বীপের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে৷

হিউস্টন, যুক্তরাষ্ট্র

দারুণ সুন্দর এই শহরে আপনি ঘোরাঘুরি শুরু করতে পারেন এর জাদুঘর এলাকা থেকে৷ হাঁটা দূরত্বে সেখানে রয়েছে ১৯টি জাদুঘর৷ এর মধ্যে ১০টিতে প্রবেশ করতে কোনো টিকেট লাগে না, অন্যগুলোতেও বিশেষ কিছু দিনে বিনা প্রবেশমূল্যে যেতে পারেন৷

আর্জেন্টিনা

গত কয়েক বছরে দেশটি পর্যটকদের আকর্ষণ করতে নানা ধরণের ‘অফার’ দিয়ে আসছে৷ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি’তেও বিশেষ মূল্যছাড় আছে৷

বাংলাদেশ

এই দেশটি বৈচিত্র্যে ভরপুর৷ একেকটি শহর একেক রকম৷ আছে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আছে সুন্দরবন জাতীয় উদ্যান৷ এছাড়া আছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান, যেমন ষাট গম্বুজ মসজিদ, আছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার৷ বাংলাদেশ সব দেশের পর্যটকদের জন্যই খুব সস্তার ভ্রমণ-গন্তব্য৷

আলবেনিয়া

দেশটিতে আছে দারুণ কিছু সমুদ্র সৈকত, আছে স্বতন্ত্র ইতিহাস৷ এখানকার ফল এবং খাবার পরিবেশনা শিল্পের পর্যায়ে পড়ে৷ এছাড়া আছে প্রত্নতাত্ত্বিক স্থান৷ আলবেনিয়া এমন একটি স্থান, যেখানে আপনি সুন্দর পাহাড়ি এলাকায় হাইকিং করতে পারেন, ছোট ছোট গ্রামে থাকতে পারেন এবং চাইলে রাজধানী তিরানায় ভ্রমণ করতে পারেন৷

ইকুয়েডর

দক্ষিণ অ্যামেরিকার সবচেয়ে সুন্দর জায়গায় যেতে চান, কিন্তু সময় খুব কম? ইকুয়েডর হতে পারে আপনার আদর্শ গন্তব্য৷ সেখানে আছে সবুজ আন্দেস পর্বতমালা, বর্নিল ঔপনিবেশিক শহর, অ্যামাজন অরণ্য এবং প্রশান্ত মহাসাগর৷ ছোট্ট এই দেশটিতে প্রচুর বাস চলাচল করে এবং ভাড়া খুব কম৷

স্লোভেনিয়া

অল্প খরচে ইউরোপের সবকিছু যদি কেউ একটা জায়গায় দেখতে চায়, তার জন্য আদর্শ স্থান হলো স্লোভেনিয়া৷ যে কোনো আলপাইন দেশগুলোর চেয়ে এই দেশটি অনেক সস্তা৷ যাতায়াতে সেখানে খুবই কম খরচ হয়৷ সেখানকার সড়ক এবং রেলপথে যাত্রা অনেক আরামদায়ক।

প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :