‘রিমেম্বারিং’ করা হলো আইয়ুব বাচ্চুর ফেসবুক আইডি
ভক্তদের চিরদিনের মতো বিদায় জানিয়েছেন সঙ্গীতশিল্পী ও কিংবদন্তি রক স্টার আইয়ুব বাচ্চু। আর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই মহীরূহের আইডিকে ইতিমধ্যে স্মরণীয় বা ‘রিমেম্বারিং’ করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
আইয়ুব বাচ্চুর ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ‘আমরা আশা করি যে যারা আইয়ুবকে ভালোবাসেন তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
নিজের ব্যান্ড এলআরবি‘র (লাভ রানস ব্লাইন্ড) মাধ্যমে বাংলাদেশে রক মিউজিক জনপ্রিয় করা আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকালে ঢাকায় ইন্তিকাল করেন।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।