মিস ওয়ার্ল্ডের সেরা ৩০-এ ঐশী
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে গেছেন সেরা ৩০-এ। শুক্রবার রাতে মিস ওয়ার্ল্ড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০। ঐশী বলেন, এটা আমার জন্য গর্বের বিষয় যে একজন বাংলাদেশি প্রতিযোগী হিসেবে সেরা ৩০-এ পৌঁছে গেছি আমি। দেখা যাক সামনে কী হয়।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।