নিকের জুতা লুকিয়ে কত কোটি খসালেন শ্যালিকা?
ভারতীয় সনাতনি পাঞ্জাবি, তার উপরে ডিজাইনার জ্যাকেট, সিল্কের পাজামা পরে নিকের তিন ভাই ও আমেরিকান-ব্রিটিশ বন্ধুরা নাচলেন উমেদ ভবনে। বিয়ের আগে মঞ্চে দাপিয়ে নাচেন প্রিয়াঙ্কা-পরিণীতি চোপড়া, নিক ও তাঁর বিখ্যাত গায়ক জোনাস ভাইরা। এছাড়া নাচেন কনের মা মধু চোপড়া ও মুকেশ আম্বানি কন্যা ঈশা।
দর্শকাসনের প্রথম সারিতে বসে বলিউড, হলিউডের নাচ-গান উপভোগ করলেন সস্ত্রীক মুকেশ। প্রায় ভোরের আলো ফুটতেই থামেন নিক-প্রিয়াঙ্কা। সূর্যোদয়ের রাঙা আলো প্রাক্তন বিশ্বসুন্দরীর মুখে পড়তেই হাঁটু গেড়ে বসে ফের একবার আগামী জীবনে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন নিক।
বলিউড নায়িকা পরিণীতি দুলাভাই নিকের জুতা লুকিয়ে রাখেন এবং তা ফেরত দেওয়ার জন্য পাঁচ লক্ষ ডলার দাবি করেন বলে শোনা গিয়েছে। তবে কত টাকা খসিয়েছেন তা সঠিক জানা যায়নি। সাত পাকের আগে প্রিয়াঙ্কাকে প্রায় কোলে তুলে নিয়ে ‘বর বড় না কি কনে বড়’ রেওয়াজও করেন দুই মার্কিন বন্ধু। অতিথিদের ‘রিটার্ন গিফট’ হিসাবে এনপি মনোগ্রাম করা লক্ষ্মী ও গণেশের রুপার কয়েন দেওয়া হয়েছে।
এদিকে সোমবার বিশেষ চাটার্ড বিমানে দিল্লি পৌঁছান প্রিয়াঙ্কা ও নিক। এদিন সকাল থেকেই উমেদ ভবন ছেড়ে চলে যেতে শুরু করেন অতিথিরা।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।