তিন চ্যানেলে ‘হাসিনা-এ ডটার্স টেল’
গত ১৬ই নভেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘হাসিনা: এ ডটার্স টেল’। প্রথমে চারটি সিনেমা হলে প্রদর্শিত হলেও পরের সপ্তাহে সারা দেশে একযোগে মুক্তি দেয়া হয় এটি। এবার ছবিটি প্রদর্শিত হবে টিভি পর্দায়। পিপলু খান পরিচালিত ‘হাসিনা-এ ডটার্স টেল’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামীকাল। ১৫ই ডিসেম্বর বিকাল ৩টায় জিটিভি, মাছরাঙা ও চ্যানেল আই দেখাবে এই তথ্যচিত্রটি। ‘হাসিনা: এ ডটার্স টেল’ মূলত একটি ডকুমেন্টারি ফিল্ম। ৭০ মিনিট দীর্ঘ এই ছবিতে উঠে এসেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক।
চলচ্চিত্রটির পরিচালক রেজাউর রহমান খান পিপলু বলেন ‘‘আমি এই চলচ্চিত্রটি করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কাজ করিনি। আমি একজন সাধারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যাকে নিয়ে কাজ করেছি। আমি মনে করি এর চেয়ে বেশি কিছু ভাবার প্রয়োজনও নেই। চলচ্চিত্রটিতে আমি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাইনি। তিনিও আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন। তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন, চলচ্চিত্রটিকে আমি যেভাবে দেখতে চাই, সেভাবেই যেন কাজটা করি। তাছাড়া কাজটি যেহেতু একজন পলিটিক্যাল ফিগার নিয়ে, এটার ইতিহাস নিয়ে বেশ রিসার্চ করতে হয়েছে। এই রিসার্চ করতে আমাদের অনেক সময় চলে গেছে। এখানে শেখ হাসিনাকে একজন সাধারণ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। আশা করি সবাই চলচ্চিত্রটি দেখবেন।’’
তিনি আরও বলেন “ট্রেলারটিতে কিন্তু আমারা শেখ রেহানার কণ্ঠ শুনেছি। আমি ইচ্ছা করেই ট্রেলারটিতে শেখ হাসিনার কণ্ঠ রাখিনি। এমনকী তাকে পুরোপুরি দেখাইওনি। তার উপস্থিতি এবং কণ্ঠ দর্শক শ্রোতাদের জন্য আরও বড় চমক হয়ে থাক। আপনারা হয়ত দেখেছেন, ট্রেলারটিতে বিদেশের কিছু দৃশ্য দেখা গেছে। আসলে ১৯৭৫ এর পর শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে ছিলেন। সেই সময়ের কথা বলতেই বিদেশের দৃশ্য রাখা হয়েছে।”
গত ২১ অক্টোবর রাতে ‘হাসিনা অ্যা ডটার’স টেল’ চলচ্চিত্রটির একটি গান প্রকাশ পায়। ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’ শিরোনামের। গানটির সঙ্গে দেখানো হয়েছে টুঙ্গিপাড়ার বিভিন্ন দৃশ্য। কিন্তু কেন এই গানটিই ব্যবহার করা হল? উত্তর পাওয়া যায় গানের প্রথম অংশেই। নেপথ্য কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ‘‘বাবা করাচি থেকে ঢাকা ফিরে এলেন, তখন এই গানটা ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’ বারবার শুনে যাচ্ছেন, বারবার শুনে যাচ্ছেন।’’
‘আমার সাধ না মিটিল’ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার দ্বেবজ্যোতি মিশ্র। গানটির মধ্যে তিনবার শেখ হাসিনার কণ্ঠ ব্যাবহার করা হয়েছে। দ্বিতীয়বার যখন শেখ হাসিনার কন্ঠ ব্যাবহৃত হয় তখন তিনি বলছেন ‘‘টুঙ্গিপাড়া আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এখানে এলেই আমার মনে হয় আমি মাটির কাছে ফিরে এসেছি, আমি আমার মানুষের কাছে ফিরে এসেছি, আমার তো মনে হয় টুঙ্গিপাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা।’’
ভিডিওটির একদম শেষ ভাগে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন তার নিজেকে নিয়ে। তিনি বলেছেন ‘‘আমি আমার কোনো স্মৃতি রাখতে চাই না, এগুলো অপাংক্তেও, প্রয়োজন নাই, এটা হলো একদম রূঢ় বাস্তবতা।’’
উল্লেখ্য, ৭০ মিনিটের এই ডকু-ড্রামা চলচ্চিত্রটিতে একেবারেই পাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বরং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের বাবাকে কীভাবে দেখেছেন, কেমন ছিল সেই দিনগুলো, সেগুলোই দেখতে পাবেন। এখন শুধু অপেক্ষা পুরো চলচ্চিত্রটি দেখার।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।