খাঁটি নীলা পাথর চেনার উপায়
অনেক সময় গহনা তৈরি বা অন্য কোনো কারণে নীলা পাথর কিনতে যেয়ে অনেকেই ঠকে যান। কারণ একটাই তিনি আসল নীলা পাথর চেনেন না।
আসুন জেনে নেই কীভাবে চিনবেন খাঁটি নীলা পাথর।
গরুর বিশুদ্ধ দুধ
খাঁটি নীলার ক্ষেত্রে একটি পাত্রে গরুর বিশুদ্ধ দুধ রেখে তার মধ্যে রত্নটি ডুবিয়ে রাখলে দুধের মধ্যে থেকে নীল রঙের আভা বিচ্ছুরিত হতে থাকে।
নীলার প্রপ্তির স্থান
নীলা শ্রীলঙ্কা, মায়ানমার, রোডেশিয়া, থাইল্যান্ডসহ ভারতের কিছু অঞ্চলে পাওয়া যায়। কাশ্মীরের ময়ূরকন্ঠী নীলাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নীলা বলে মনে করা হয়।
নীলার আয়ুর্বেদিক শোধন পদ্ধতি
আয়ুর্বেদ মতে, নীল গাছের রসে নীলা শোধন করা উচিত। তবে শাস্ত্রীয় মতে গ্রহ পূজা করেও নীলা শোধন করা যায়।
নীলার ধারণের জন্য শরীরের ঊর্দ্ধাঙ্গ সর্বশ্রেষ্ঠ স্থান। তবে হাতের মধ্যমায়ও নীলা ধারণ করা যায়।
নীলার ধারণের ধাতু
সোনা বা সীসায় সঙ্গে নীলা ধারণ করতে হয়।
প্রিয় পাঠক, আপনিও হতে পারেন আওয়ার বাংলা অনলাইনের একজন অনলাইন প্রতিনিধি। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।