একশো টাকার কয়েন চালু হলো ভারতে

  প্রকাশিত হয়েছেঃ  05:05 AM, 25 December 2018

ভারতে প্রথমবারের মতো একশো টাকার কয়েন চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে কয়েনটির মোড়ক উম্মোচন করেন মোদি। টুইটারে কয়েনটির ছবি পোস্ট করেছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

কয়েনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি, মহেশ শর্মা, বিজেপি সভাপতি অমিত শাহ ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতেই এই কয়েন উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ তাই বাজপেয়ীর জন্মদিনের আগে তাঁর স্মরণে তৈরি এই কয়েনটির উদ্বোধন করা হয়।

কয়েনটির ডিজাইন করা হয়েছে এভাবে- একদিকে থাকছে অশোকস্তম্ভ এবং হিন্দি ও ইংরেজিতে লেখা দেশের নাম ৷ সঙ্গে টাকার মান অর্থাৎ ১০০ টাকা ৷

কয়েনের অন্যদিকে রয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ছবি৷ তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৪ পর্যন্ত তিন বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

অটলবিহারী বাজপেয়ীর নাম, জন্ম ও মৃত্যু(১৯২৪-২০১৮) সালও লেখা রয়েছে এই কয়েনে ৷

আপনার মতামত লিখুন :