ইন্টারনেটে ১ মিনিটে যত বিস্ময়!
দিন দিন মানুষের সাথে ইন্টারনেটের সম্পৃক্ততা বেড়েই চলেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তও এটি ছাড়া যেন আমাদের চলে না। প্রতিটি মুহূর্তেই এটি নানা ধরনের কাজ করতে পারছে। ইন্টারনেট জুড়ে প্রতি এক মিনিটে কত যে মিরাকল ঘটতে পারে, সেটি চিন্তা করাই সম্ভবই না। প্রতিদিন এক মিনিটে বার্তা আদান-প্রদানসহ চলে নানা সংখ্যার হিসাব। চলুন এবার জেনে নিই এক মিনিটে ইন্টারনেটে ঘটে যাওয়া বিস্ময়কর তথ্যগুলো।
ফেসবুক
প্রতি মিনিটে ফেসবুকে ৭ লাখ ১ হাজার ৩৮৯ অ্যাকাউন্ট লগ ইন হয় এবং ২ কোটি ৯৩ হাজার স্ট্যাস্টাস আপডেট হয়। আর প্রতি মিনিটে সেখানে ১ লাখ ৩৬ হাজার ফটো আপলোড হয়।
হোয়াটসঅ্যাপ
প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপে ২ কোটি ৮ লাখ হোয়াটসঅ্যাপ করা হয়।
ইনস্টাগ্রাম
মাত্র এক মিনিটের মধ্যে ইনস্টাগ্রামে ৩৮,১৯৪ ফটো পোস্ট করা হয়।
স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাটে প্রতি মিনিটে ৫ লাখ ২৭ হাজার ৭৬০টি ফটো শেয়ার হয়।
ইউটিউব
২ কোটি ৭৮ লাখ ভিডিও প্রতি ১ মিনিটে ভিউ হয় ইউটিউবে।
ইমেইল
সারা পৃথিবীতে প্রতি মিনিটে ১৫ কোটি ইমেইল পাঠানো হয়।
গুগল
গুগলকে এক মিনিটে ২ কোটি ৪ লাখ প্রশ্ন করা হয় ।
প্লে স্টোর
প্রতি মিনিটে প্লে স্টোর থেকে ৫১ হাজার অ্যাপস ডাউনলোড হয় ।
টুইটার
প্রতি মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট হয়।
স্কাইপে
স্কাইপে প্রতি মিনিটে ১ লাখ ৪ হাজার ৩০০টি কল হয়।
প্রিয় পাঠক, আপনিও আওয়ার বাংলা অনলাইনের অংশ হয়ে উঠুন। আইটি বিশ্বের যাবতীয় খবর, প্রযুক্তি ভাবনা ও উদ্ভাবন, গবেষণা, আপনার প্রতিষ্ঠান, স্কুল, কলেজ অথবা ভার্সিটির যেকোন প্রযুক্তি বিষয়ক কর্মশালা ও খবরাখবর নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশিত হবে।